যশোরে একদিনে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

আরো পড়ুন

যশোরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯ জন।

শনিবার (১৫ জুলাই) সকালে যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

যশোরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চৌগাছা কয়ারপাড়া গ্রামের সমীর কর্মকারের স্ত্রী দোলন কর্মকার (৩৩) এবং বাঘারপাড়া উপজেলার আব্দুল গফফার (৬৫) মৃত্যু হয়েছে। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জন আক্রান্ত হয়েছে। যশোরের মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১০৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন রোগী।

যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ডেঙ্গুতে আক্রান্ত দুইজন চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা গেছেন। তবে এ দুজন কেউই যশোরে থাকার সময় ডেঙ্গুতে আক্রান্ত হননি। তারা ঢাকায় থাকতেন, সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোরে এসে চিকিৎসা নিচ্ছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ