এক সপ্তাহে আলুর দাম কেজিতে বাড়লো ১৫ টাকা

আরো পড়ুন

কাঁচা মরিচের পর এবার অস্থির আলুর বাজার। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজারে গত এক সপ্তাহে আলুর দাম বেড়েছে কেজিতে ১৫ টাকারও বেশি।

বুধবার (৫ জুলাই) রাজধানীর বাজার ঘুরে দেখা গেল, পাইকারি বাজারে চাহিদা মাফিক আলু কেনা গেলেও প্রতি কেজিতে গুনতে হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। সংকট না থাকলেও বাড়তি দামের জন্য সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের।

আর পাড়া মহল্লায় তা কিনতে হচ্ছে ৫০ টাকা কেজি দরে। টিসিবির হিসেবে গত বছরের একই সময়ের চেয়ে বাজারে আলুর দাম বেশি প্রায় ৩৫ শতাংশ। বাড়তি দামের জন্য হিমাগার থেকে কম সরবরাহকে দুষছেন বিক্রেতারা। তবে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে ব্যবসায়ীরা আলুর দাম বাড়িয়ে রাখছেন বলে অভিযোগ ভোক্তাদের।

তারা জানান, কাঁচামরিচের পর এবার আলুর দাম বাড়তি। বাজারে একটা সিন্ডিকেট আছে যারা একটা দ্রব্যের দাম কমতে না কমতে অন্য আরেকটা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এতে করে ভোগান্তিতে পড়ছে সাধারণ জনগণ।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ঈদের পর বাজারে সরবরাহ কিছুটা কম তাই দাম কিছুটা বাড়তি। ঈদের পরে আলু কিনতে হচ্ছে বেশি দামে, তাতে বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। মোকামে দাম বেশি থাকায় বাড়তি দরে আলু কিনতে হচ্ছে।

এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুর জব্বার মণ্ডল বলেন, ঈদে সরকারি ছুটির অর্থনৈতিক সুবিধা নিচ্ছে অসাধু ব্যবসায়িরা। কারসাজি বন্ধে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানায় সংস্থাটি।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, দেশে বছরে আলুর চাহিদা প্রায় ৮০ লাখ টন। গত অর্থবছরে আলুর উৎপাদন হয়েছে ১ কোটি ১১ লাখ টন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ