যৌতুক না দেওয়ায় দ্বিতীয় বিয়ে, এসআইয়ের বিরুদ্ধে মামলা

আরো পড়ুন

যৌতুক না দেওয়ায় দ্বিতীয় বিয়ে করায় উপপরিদর্শক (এসআই) শেখ শাহরিয়ার রহমানের (৩৪) বিরুদ্ধে মামলা করেছেন তার প্রথম স্ত্রী শারমিন আক্তার (২৮)।

মঙ্গলবার (৪ জুলাই) শারমিন আক্তার মোকাম বাগেরহাট বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

এসআই শেখ শাহরিয়ার রহমান খুলনার খালিশপুর এলাকার এস.এম হাফিজুর রহমানের ছেলে। বর্তমানে তিনি ঢাকায় পিবিআই হেড কোয়ার্টারে কর্মরত আছেন।

মামলায় শারমিন আক্তার বলেন, ২০২০ সালের ৭ মার্চ শেখ শাহরিয়ার রহমানের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় সে আমার পরিবারের কাছে যৌতুক দাবি করে। ১ জুন আমার স্বামী বাগেরহাটে আমাকে নিয়ে ঘুরতে আসে। খারদ্বার এলাকায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে আমার স্বামী ও তার সহযোগী লিমা আক্তার আমাকে যৌতুকের দায়ে রাস্তার মধ্যে মারপিট করে জখম করে। পরে খোঁজ নিয়ে জানতে পারি ১৬ এপ্রিল লিমা আক্তারকে বিয়ে করেছেন আমার স্বামী। লিমা আক্তার বাগেরহাট সদর উপজেলার দশানী এলাকার শেখ সরোয়ার হোসেনের মেয়ে।

তিনি আরও বলেন, বিয়ের পর থেকেই সে আমার ওপর বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে। বিয়ের পর থেকে আমার পরিবারের কাছ থেকে একাধিকবার নগদ অর্থ, স্বর্ণালংকার, ফার্নিচার ও বিভিন্ন সরঞ্জামসহ প্রায় ২০ লাখ টাকা নিয়েছে। আবার পাঁচ লাখ টাকা দিতে ব্যর্থ হওয়ায় সে দ্বিতীয় বিয়ে করেছে। এমনকি একাধিক মহিলার সঙ্গে পরকীয়ার জড়িয়েছে। এ নিয়ে কয়েকবার প্রশাসনের মাধ্যমে সালিশও হয়েছে। আমি তার সঠিক বিচার চাই।

এ বিষয়ে শারমিন আক্তারের বাবা মো. মহিউদ্দিন শেখ বলেন, আমার কোনো ছেলে সন্তান নাই। শেখ শাহরিয়ারকে নিজের ছেলের মতই ভালোবাসতাম। আমার মেয়ের সুখের কথা চিন্তা করে শাহরিয়ার যখন যা চেয়েছে আমি সাধ্যমত দিয়েছি। নিজের জমি বিক্রি করেও তাকে টাকা দিয়েছি। কিন্তু শাহরিয়ার যে কাজ করছে তা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ঘটনায় অভিযুক্ত এসআই শেখ শাহরিয়ার রহমান বলেন, আমি লিমা আক্তারকে বিয়ে করেছি এটা সত্য। কিন্তু কোনো মারধর করিনি। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা মামলা করেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ