জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে বললেন প্রধানমন্ত্রী

আরো পড়ুন

দেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তর করতে দলমত নির্বিশেষে সব জনপ্রতিনিধিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তিন সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র বরিশালের আবুল খায়ের আবদুল্লাহ, খুলনার তালুকদার আবদুল খালেক ও গাজীপুরের জায়েদা খাতুনের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, বাংলাদেশের জনসংখ্যা, অর্থনীতি ও কৃষিসহ সবকিছুই স্মার্ট হবে। তাই দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

শেখ হাসিনা বলেন, আমি সবার প্রধানমন্ত্রী ও দেশের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে কে আমার দল থেকে নির্বাচিত হয়েছেন তা আমি দেখি না।

সরকারপ্রধান বলেন, আমরা এলাকা দেখে কাজ করি না। প্রতিটি নাগরিকের উন্নতির জন্য কাজ করছি।

কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি এটি সবার জন্য করছি। আমি যা কিছু করি জনগণের কল্যাণের জন্য করি।

বঙ্গবন্ধুকন্যা নিজ এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিতে পরিকল্পনা প্রণয়ন ও জনগণের আস্থা-বিশ্বাস অর্জনে কাজ ও সেবা করার আহবান জানান।

তিনি বলেন, আপনারা (তিন সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর) জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের সেবা করার সুযোগ পেয়েছেন। আমি চাই, আপনারা জনগণের সেবা ও তাদের প্রত্যাশা পূরণ করবেন।

পরে সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত ১৫৭ জন কাউন্সিলর এবং তিন সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলররাও একই স্থানে শপথ নেন। এর মধ্যে বরিশাল থেকে ৪০ জন, খুলনার ৪১ জন এবং গাজীপুর সিটির ৭৬ জন কাউন্সিলর রয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ