বাগেরহাটের ইয়াবাসহ গ্রেফতার ৩

আরো পড়ুন

বাগেরহাটের কচুয়ায় ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মালিপাটন গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে চৌরাস্তার ওপর থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। এসময়ে তাদের কাছ থেকে ৬৭ (সাতষট্টি) পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আজ শনিবার (২৪ জুন) গ্রেফতারদের আদালতে পাঠানো হবে।

কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— উপজেলার চর টেংরাখালী গ্রামের মোক্তার শেখের ছেলে মো. ওমর আলী (২৮), টেংরাখালী (নতুন বাজার) এলাকার সোহরাব শেখের ছেলে আব্দুল কাইয়ুম শেখ (২২) ও চরফুলতলা এলাকার মো. ইদ্রিস শেখের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৪)। এদের বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ওসি মো. মনিরুল ইসলাম জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে। কচুয়া থানা এলাকা মাদকমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ