নির্বাচন কমিশনের কার্যক্রমে সন্তুষ্ট রাষ্ট্রপতি

আরো পড়ুন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নির্বাচন কমিশনাররা (ইসি)।

সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নির্বাচন কমিশন সচিবও তাদের সঙ্গে ছিলেন।

সাক্ষাতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা ও আলমগীর এবং ইসি সচিব জাহাংগীর আলম। নির্বাচন কমিশনার আনিছুর রহমান দেশের বাইরে রয়েছেন।

বঙ্গভবনে তারা ৪৫ মিনিটের মতো অবস্থান করেন বলে জানা গেছে।

নির্বাচন কমিশনার হসান হাবিব খান এ বিষয়ে বলেন, মহামান্য রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানিয়েছি। এটা ছিলো একটা সৌজন্য সাক্ষাৎ। আমরা গত ১৬ মাসে যা যা করেছি, সেগুলো মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেছি এবং আমাদের সফলতার বিষয়টিও জানিয়েছি। তিনি আমাদের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন।

সাহাবুদ্দিন গত ১৩ ফেব্রুয়ারি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর ২৪ এপ্রিল তিনি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তার সঙ্গে এটিই ছিলো নির্বাচন কমিশনের প্রথম সৌজন্য সাক্ষাৎ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ