সংসদ নির্বাচনকে ঘিরে আগাম প্রস্তুতি নিয়েছে বিজিবি: ডিজি

আরো পড়ুন

জাতীয় নির্বাচন ঘিরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাঁধে অর্পিত দায়িত্বের সবধরনের আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া কোনো কিছু বাকি থাকলেও সেসব নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বিজিবি সদরদপ্তরে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৩তম সীমান্ত সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত ১১ থেকে ১৪ জুন ভারতের নয়াদিল্লিতে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজিবি মহাপরিচালক বলেন, নির্বাচনকালীন সময়ে বিজিবি ডিজির ওপর যেসব অর্পিত দায়িত্ব থাকে। এছাড়া যেসব দায়িত্ব আসবে সব দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে পালন করবো।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে বাহিনীর পক্ষ থেকে বড় একটি ভূমিকা থাকে। নির্বাচন উপলক্ষে অনেক আগ থেকেই বাহিনীতে প্রস্তুতি নেওয়া হয়েছে। এটার প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করা হয়েছে। বিষয়টি চলমান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ