সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ তিন দফা দাবিতে আন্দোলনকারীদের ৯ জনকে আটক করা হয়েছে বলে দাবি চাকরিপ্রত্যাশীদের।
শনিবার (১০ জুন) আন্দোলনের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীর ৯ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া রাতে রাস্তা থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
আটক হওয়াদের মধ্যে আব্দুর রহমান (২৭), আরিফ হোসেন (২২), আবু বকর ছিদ্দিক (৩০), রোকন হোসেন (৩০), শরিফুল হাসান শুভ (৩২), তাসনিমুল হাসান অর্নব (২৭), রাকিবুল হাসান (২৮), মামুন রশিদ রতন (৩০), জাকির হোসনের (২৯) নাম জানা গেছে।
এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য শাহবাগ থানার একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

