নড়াইলে  আধিপত্য নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত কমপক্ষে পাঁচ

আরো পড়ুন

নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইমদাদুল শেখ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যোগানিয়া বাজারের আমতলা মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইমদাদুল শেখ ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে। আহতদের দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চুন্নু শেখ এবং একই গ্রামের নূর শিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য নিয়ে বিরোধ চলছে। সোমবার রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে চেয়ারম্যানপক্ষের ধারালো অস্ত্রের কোপে ইমদাদুল শেখ ঘটনাস্থলেই মারা যান।

নড়াগাতী থানার ওসি মো. আশিকুর রহমান জানান, নিহতের মরদেহ রাতেই উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ