যশোর কমিউনিটি ও হলি ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়ছে। বৃহস্পতবিার এ সমঝোতা চুক্তি স্বাক্ষরতি হয় । এর আওতায় যশোর কমিউনিটির কাছে যারা ব্লাড চাইবে তাদরেকে র্পূণ সহযোগতিা করবে হলি ক্রিসেন্ট ব্লাড ব্যাংক। ক্রস ম্যাচ থকেে শুরু করে সকল টেকনিক্যাল কাজ তারা করবে। পাশাপাশি যশোর কমউিনটিরি হলেথ ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন গুলোতে অংশ নিবে হলি ক্রিসেন্ট ব্লাড ব্যাংক।
অনুষ্ঠানে যশোর কমিউনিটির প্রেসিডেন্ট ডাঃ রাইয়ান হাসার বলনে, আমাদরে কাছে অনকেে রক্ত খুজতে আসে। অনেকে ক্রস ম্যাচরে জন্য আসে। হলি ক্রিসেন্ট ব্লাড ব্যাংককে পাশে পেয়ে আমরা খুশ। আমরা আশা করি এই চুক্তির মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থতি ছলিনে যশোর কমিউনিটি জনোরলে সেক্রেটারি ফরেদৌস পরশ, এডিশনাল সেক্রেটারি তাইজুল ইসলাম তাজ, সাংগঠনকি সম্পাদক শিবলী রানা, হলি ক্রিসেন্ট ব্লাড ব্যাংকরে ম্যানজোর জাকরি, সদস্য মাসুম, রায়হান প্রমুখ।

