পাবনার সাঁথিয়ায় ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল আওয়াল (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ১৫ জন।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাগডেমরা ইউনিয়নের সেলন্দা গ্রামের বাধার বিলে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আওয়াল সেলন্দা গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। আহতদের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (১৮ মে) সকালে ওই বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান আমজাদ আলী ও তার লোকজন। এতে বাঁধা দেন মুজিবর রহমান ও তার লোকেরা। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটার আঘাতে মুজিবর রহমানের পক্ষের আব্দুল আওয়াল ঘটনাস্থলেই নিহত হন।
এ ছাড়া সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। আহতরা হলেন মুজিবর রহমান পক্ষের মুজিবর রহমান (৫০), মিঠু হোসেন (৩৮), মিরাজুল ইসলাম (২৮), সিরাজুল ইসলাম (৩০), হাসিদুল ইসলাম (৩০), হিটু প্রামাণিক (২৮), লাল চাঁদ (২৫), মনিরুল ইসলাম (২৫), আশিক হোসেন (১৫) ও হাসিনা খাতুন (৪৫)।
অন্যদিকে আমজাদ পক্ষের জুলহাস প্রামাণিক (৩৮), লিটন হোসেন (৩২) ও বাবলু হোসেন (৩০)। বাকিদের নাম জানা যায়নি। তাদের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলেও জানান ওসি রফিকুল ইসলাম।

