দেশে পৌঁছেছে নায়ক ফারুকের মরদেহ

আরো পড়ুন

‘মিয়া ভাই’ খ্যাত বাংলা চলচ্চিত্র আন্দোলনের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ দেশে পৌঁছেছে।

মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৫০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় নায়ক ফারুকের মরদেহ।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ কামরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ইউএস-বাংলার বিএস-৩০৮ ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে নায়ক ফারুকের মরদেহ নিয়ে নির্ধারিত সময়সূচী অনুযায়ী সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইউএস-বাংলার ফ্লাইটটি সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে উড্ডয়ন করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

তিনি আরো বলেন, নায়ক ফারুকের অকাল মৃত্যুতে ইউএস-বাংলা এয়ারলাইন্স পরিবার পুরো জাতির সঙ্গে শোকাভিভূত।

এর আগে, সোমবার (১৫ মে) সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ