মহানবীকে নিয়ে কটূক্তি, শিক্ষার্থীর কারাদণ্ড

আরো পড়ুন

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মাদ (স.) কে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় বেগম বদরুন্নেসা কলেজের এক শিক্ষার্থীকে কারাদণ্ডের রায় দিয়েছেb আদালত।

বুধবার (১০ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ২৩ বছর বয়সী ইশরাত জাহান রেইলি কলেজেটির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২০ সালের ৬ নভেম্বর থেকে এ পর্যন্ত কারাগারে ছিলেন তিনি।

দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় আদালত তার কারাবাসের সময়টুকুই কারাদণ্ডের সময় হিসেবে র্নিধারণ করে।

আইনজীবীরা জানান, মামলার অভিযোগ গঠন শুনানির দিন ছিল বুধবার। এদিন তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। অভিযোগ গঠন শুনানির সময় তিনি আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। দোষ স্বীকার করায় আদালত তার কারাবাসের মেয়াদ ২ বছর ৭ মাসকে কারাদণ্ড ধরে রায় দেয়।

২০২০ সালের ৬ নভেম্বর মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তির পোস্ট দেয়ার অভিযোগে র‌্যাব-৪ ইশরাত জাহানকে গ্রেফতার করে। এ ঘটনায় রাজধানীর দারুস সালাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। এ মামলায় ২০২২ সালে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ