শার্শা সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার

আরো পড়ুন

যশোরের শার্শা সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ মে) দুপুরের দিকে উপজেলার গোগা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে সোনার চালানটি উদ্ধার করে বিজিবি সদস্যরা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল গোগা গ্রামের জোড়া পুকুর এলাকার ইছামতি নদীর পাড়ে অবস্থান নেয়। কিছু সময় পর একজনকে আসতে দেখে তাকে থামতে বলা হয়। তবে ওই ব্যক্তি না থেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বিজিবি টহল দল তাকে ধরার জন্য ধাওয়া করে। এসময় সঙ্গে থাকা কালো রঙের একটি ব্যাগ ফেলে ইছামতি নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান ওই ব্যক্তি।

পরে বিজিবি টহল দল ব্যাগটি তল্লাশি করে এক কেজি ৪০২ গ্রাম ওজনের ১২ পিস সোনার বার উদ্ধার করে। সোনার বারগুলো কালো রঙের ব্যাগের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় লুকানো ছিল। উদ্ধার সোনার বারের আনুমানিক বাজার মূল্য এক কোটি ২০ লাখ ২৪ হাজার টাকা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ