ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক এনজিওকর্মী নিহত

আরো পড়ুন

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এ ঘটনাটি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়। এ ঘটনায় আহত হয়েছেনএকজন । বুধবার (৩ মে) দুপুরে উপজেলার সেনেরহুদা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এনজিওকর্মী নাজমা খাতুন (৩০) যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুস সাত্তার সরদারের মেয়ে। তিনি ব্র্যাক এনজিওর আঞ্চলিক শাখার ঋণ কর্মকর্তা হিসেবে কাজ করতেন।

আহত কর্মী অনাদি চরণ (৪০) সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ধুমঘাট শিংতলা গ্রামের নিরঞ্জন বৈদ্যের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নাজমা ও অনাদি চরণ দুপুর পৌনে ১টার দিকে মোটরসাইকেলযোগে সেনেরহুদা যাচ্ছিলেন। এসময় সেনেরহুদা-দেহাটি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নাজমা ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আর অনাদি চরণ আহত হন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ