জমির বিরোধে কুপিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

আরো পড়ুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমির বিরোধে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে; এর জেরে প্রতিপক্ষের বাড়িতে আগুন লাগিয়ে দেয় নিহতের সমর্থকরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান।

নিহত জাকির মোল্লা (৪৫) ওই গ্রামের আরব আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মজিবুর রহমান বলেন, “একই এলাকার আবু মণ্ডলের কিছু কৃষি জমি জবরদখল করে রাখার অভিযোগ ছিল জাকির মোল্লার বিরুদ্ধে। আবু মণ্ডল স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন মহলে দেন-দরবার করেও ওই জমি দখলমুক্ত করতে পারেননি।

“এরপর ওই জমিতে মরিচ চাষ করেছিলেন জাকিরের ভাই জালাল মোল্লা। মঙ্গলবার সকালে জাকির ওই ক্ষেতে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। এ সময় তারা জাকিরকে হাসুয়া দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই মারা যান জাকির।”

ওসি বলেন, “এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে জাকির মোল্লার সমর্থকরা আবু মণ্ডলের সমর্থকের চারটি বাড়িতে আগুন লাগিয়ে দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

তিনি আরো বলেন, “জাকির মোল্লার বিরুদ্ধে মাদক, সন্ত্রাস, হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। জমিসহ নানা অপকর্মের প্রতিশোধ নিতেই তাকে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ