অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেফতার ১

আরো পড়ুন

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মো. মামুন।

সোমবার ভোরের ফটিকছড়ি উপজেলার ভুজপুর এলাকা থেকে ওই যুবককে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, গত ২৮ এপ্রিল জোবারগঞ্জ থানার অর্থনৈতিক অঞ্চলের কর্মকর্তা নুর হাশেম ফোনে ডেকে করেরহাট এলাকায় নিয়ে যায় মো. জসিম। পরে সিএনজি টেক্সি করে ভুজপুরের কৈলারছড়া এলাকায় জসিমের বাসায় নিয়ে যায়। ওইখানে অস্ত্রের মুখে জিম্মি করে ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত এলাকায় নিয়ে শারীরিক নির্যাতন করে এবং ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ নিয়ে অভিযোগ করলে তদন্ত শুরু করে র‌্যাব। পরে অভিযান চালিয়ে নুর হাশেমকে উদ্ধার এবং মামুনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ