বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো লাভলু শেখের

আরো পড়ুন

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী দূরপাল্লার পরিবহনের সাথে ব্যাটারিচালিত ভ্যান ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে লাভলু শেখ নামে ৫০ বছর বয়সী এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

এ সমরয় বাইসাইকেল চালক ও ভ্যানচালক আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফলতিতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানযাত্রী লাভলু শেখ (৫০) ফকিরহাট উপজেলার উজলপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ ঢাকাগামী রবি এক্সপ্রেস পরিবহনটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

মেহেদী হাসান জানান, শনিবার সকাল সাড়ে আটটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফলতিতা বাজার থেকে একটি যাত্রীবাহী ভ্যান ও বাইসাইকেল চালক ফকিরহাটের দিকে আসছিল। এসময় ঢাকাগামী রবি এক্সপ্রেস নামে যাত্রীবাহী দূরপাল্লার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলকে ও যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়।

এসময়ে গুরুতর আহত হয় বাইসাইকেল চালক ৬৫ বছর বয়সী শাজাহান মোল্লা, ৫০ বছর বয়সী ভ্যানচালক আবুল কালাম ও ৫০ বছর বয়সী ভ্যানযাত্রী লাভলু শেখ।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাভলু শেখকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ভ্যানযাত্রীর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবি এক্সপ্রেস নামের পরিবহন আটক করা হয়েছে। তবে পরিবহনের চালক ও হেলপার পালিয়ে গেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ