যশোরের অভয়নগরের চন্দ্রপুর গ্রামের জিরোপয়েন্ট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৯টি দোকান পুড়ে ছাই হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এলাকাবাসী জানায়, বেলা ১১ টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় ও ব্যবসায়ীরা এগিয়ে আসে। তাদের প্রচেষ্টায় আধাঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সোনাতলা পুলিশ ক্যাম্পের এএসআই সোহাগ সরদার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নিই। আধাঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। তিনি স্থানীয়দের মাধ্যমে আরো জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

