গ্রিল কেটে ব্যাংকে চুরির চেষ্টা, দুইজনকে ধরলো এলাকাবাসী

আরো পড়ুন

ঝালকাঠি জেলার নলছিটিতে গ্রিল কেটে ব্যাংকে চুরির চেষ্টার সময় দুই জনকে আটক করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় তাদের আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।

আটককৃত ইউসুফ (৪৮) মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার দুলিয়াতা এলাকার বাসিন্দা ও আলী (৫০) নারায়ণগঞ্জ জেলার মাধবপাশা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দপদপিয়ার জিরোপয়েন্ট এলাকার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার বাথরুমের গ্রিল কেটে প্রবেশ করার চেষ্টা করে। এসময় ব্যাংকিং শাখার মালিক সহিদ খান সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করেন। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ