বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটর প্রবীণ হিঙ্গনিকার ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় মারা গেছেন তার স্ত্রী সুবর্ণা হিঙ্গনিকার (৫৩)।
মঙ্গলবার বিকেল ৩টায় ভারতের পুনে থেকে নাগপুর যাওয়ার পথে এই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন প্রবীণ হিঙ্গনিকার।
২০১৮ সাল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি। তাছাড়াও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের তত্ত্বাবধায়নেও কাজ করতে দেখা গেছে তাকে।
চট্টগ্রামের আরেক পিচ কিউরেটর জাহিদ রেজা বাবুর বরাত দিয়ে এসব তথ্য জানা যায়।
পুনে থেকে নাগপুর যাওয়ার সময়ে সমৃদ্ধি মহাসড়কের মেহকার এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। সে সময় একটি কন্টেইনারের সঙ্গে প্রবীণের গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরে মেহকার পুলিশ স্টেশন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।
দুর্ঘটনার পর এপিআই অরুন বাকেল বলেছেন, ঘটনাস্থলেই প্রবীণের স্ত্রী মারা গেছেন। আর আহত অবস্থায় প্রবীণকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি।
এদিকে গুরুতর আহত অবস্থায় হিঙ্গনিকারকে হাসপাতালে নেয়া হয়েছে। হাতে বেশ বড়সড় আঘাত পাওয়ায় একটা অপারেশনও করা লাগবে বলে জানা গেছে।

