বুধবার (১৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। নির্বাহী আদেশে একদিনের ছুটি যুক্ত হওয়ায় এবার টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১৯ এপ্রিল) শবে কদরের ছুটির মধ্যদিয়ে শুরু হওয়া এবারের ঈদের ছুটি কার্যকর থাকবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।
রমজান মাস ২৯ দিন ধরে এবং ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে এবারের ছুটির তালিকা তৈরি করেছে সরকার। তবে ঈদ যদি ২৩ এপ্রিল (রবিবার) অনুষ্ঠিত হয় তাহলে সরকারি ছুটি একদিন বেড়ে ৬ দিনে হবে।

