তিনদিন পর কমবে গরমের তীব্রতা

আরো পড়ুন

সারাদেশে বইছে তাপপ্রবাহ। অব্যাহত থাকবে আরো অন্তত সাত দিন। তিন দিন পর গরমের তীব্রতা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তবে তীব্রতা কমলেও বাতাসে আর্দ্রতা বাড়ায় গরমের অস্বস্তি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অবশ্য স্বস্তির খবর এই যে, ঈদের সময় হতে পারে বৃষ্টি। তাপ প্রবাহের এই সময়ে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

সাধারণত এপ্রিল মাসে এমন ভয়াবহ গরম দেখা যায় না। কিন্তু এ বছর এপ্রিলে টানা ১৪ দিন ধরে চলছে দাবদাহ। রাজধানীসহ আটটি জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ। দেশের অন্যান্য জেলায় কোথাও মাঝারি, আর কোথাও চলছে মৃদু তাপ প্রবাহ। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

বিএসএমএমইউ মেডিসিন বিশেষজ্ঞ ডা. তৌফিক আহমেদ জানান, তীব্র গরমে হিটস্ট্রোকসহ রয়েছে নানা রোগের ঝুঁকি। সবচেয়ে বেশি ঝুঁকিতে বয়স্ক ও শিশুরা। হার্ট ও কিডনি রোগীদের বেশি সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গা ও যশোরে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সৈয়দপুরে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে তাপমাত্রা রেকর্ড হয় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ