ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে যাবে না পাকিস্তান দল। ভারত যেমন সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় এশিয়া কাপে নিজেদের ম্যাচগুলো অন্য দেশে খেলতে চায়, পাকিস্তানও তেমনি অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশে খেলার প্রস্তাব দিয়েছে বলে শোনা গিয়েছিল।
কিন্তু দিন পনেরো না যেতেই অন্য খবর আসতে শুরু করেছে। বাংলাদেশে নয়, ভারতের মাটিতেই বিশ্বকাপের ম্যাচ খেলবে পাকিস্তান। তবে দুই দেশের বৈরিতার সম্পর্ক মাথায় রেখে নিজেদের ম্যাচগুলো চেন্নাই কিংবা কলকাতায় খেলতে রাজি পাকিস্তান দল।
পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান জানিয়েছে এমন খবর।
ক্রিকইনফো জানায়, বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো বাংলাদেশে খেলতে আলোচনা চলছে। যদিও এর সপ্তাহখানেকের মধ্যেই ভারতের অনেক সংবাদমাধ্যম ‘আইসিসির নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা’কে সূত্র জানিয়ে লিখেছে, আইসিসিতে এমন কোনো আলোচনাই হয়নি। পিসিবি প্রধান নাজাম শেঠিও জানান, এমন কোনো আলোচনা হয়নি। এরপর ক্রিকেট পাকিস্তান দিয়েছে পাকিস্তান দলের ভারতেই খেলতে রাজি হওয়ার খবর।
কিন্তু কলকাতা আর চেন্নাই কেন? কারণ হিসেবে ক্রিকেট পাকিস্তান লিখেছে, এই দুই ভেন্যুতে আগেও খেলেছে পাকিস্তান, এবং ভারতের অন্য ভেন্যুগুলোর তুলনায় এখানেই অপেক্ষাকৃত বেশি নিরাপদ অনুভব করবেন পাকিস্তানের ক্রিকেটাররা।
ক্রিকেট পাকিস্তানও আইসিসির নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাকে উদ্ধৃত করে লিখেছে, অনেক কিছুই নির্ভর করছে বিসিসিআই (ভারতীয় বোর্ড) ও ভারতের সরকার কী সিদ্ধান্ত নেয় তার ওপর। তবে পাকিস্তানকে বেছে নেয়ার সুযোগ দেয়া হলে তারা বিশ্বকাপের ম্যাচগুলো কলকাতা আর চেন্নাইতেই খেলতে চাইবে।

