জাতীয় দলের মর্যাদা হারালো ‘তৃণমূল কংগ্রেস’

আরো পড়ুন

ভারতে জাতীয় দলের মর্যাদা হারিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি)।

সোমবার (১০ এপ্রিল) তৃণমূল কংগ্রেসসহ তিনটি রাজনৈতিক দলের জাতীয় দলের মর্যাদা কেড়ে নেয় দেশটির নির্বাচন কমিশন।

আকর্ষণীয় এই মর্যাদা হারানো অন্য দুটি দল হলো, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) ও ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)।

তবে নির্বাচন কমিশনের আদেশে বলা হয়, ভবিষ্যতে নির্বাচনি প্রক্রিয়ায় এবং আগামী বছরের লোকসভা নির্বাচনে ফলাফলের ওপর ভিত্তি করে দলগুলোর আবারো জাতীয় মর্যাদা ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।

এখন ভারতে জাতীয় দল রয়েছে ছয়টি। সেগুলো হলো, বিজেপি, কংগ্রেস, বহুজন সমাজ পার্টি (বিএসপি), সিপিআই (এম), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও আম আদমি পার্টি (এএপি)।

জাতীয় দলের মর্যাদা হারানোয় যেসব সুযোগ-সুবিধা হারাবে তৃণমূল কংগ্রেস-

তৃণমূল কংগ্রেস ও এর নির্বাচনি প্রতীকটি ইভিএম বা ব্যালট পেপারে আর প্রথম কয়েকটি নামের মধ্যে দেখা যাবে না। কারণ জাতীয় দলের নাম ও প্রতীক শুরুর দিকে রাখা হয়।

টিএমসি আর নাম হিসেবে ‘সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস’ ব্যবহার করতে পারবে না।

নির্বাচন কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠকে টিএমসির অংশগ্রহণ অনিশ্চিত হয়ে গেল।

জাতীয় মর্যাদা প্রত্যাহারের প্রভাব তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক তহবিলের ওপরেও পড়বে।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইতোমধ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে আইনি উপায়গুলো খুঁজছে তৃণমূল কংগ্রেস।

১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে আলাদা হওয়ার পর তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন। দলটি ২০১১ সালে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে এবং পরে অরুণাচল প্রদেশ, মণিপুর ও ত্রিপুরায় বিস্তৃতি লাভ করে। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেস জাতীয় দল হয়ে ওঠে। ২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস জাতীয় দলের মর্যাদা পায়। কিন্তু, গত বছরের গোয়া নির্বাচন ও সম্প্রতি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিধানসভা নির্বাচনে হতাশাজনক ফলাফলের কারণে জাতীয় মর্যাদা হারাল দলটি

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ