বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের যশোর জেলা শাখা উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপশহর মহিলা কলেজ গেটের বিপরীত এফ পি এ বি ক্লিনিক এর দ্বিতীয় তলায় কন্ফারেন্স রুমে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
যশোর জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মুরাদ’র সভাপতিত্বে যশোর জেলা শ্রমিক অধিকার পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিলন শেখ’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, যশোর জেলা গনঅধিকার পরিষদের আহ্বায়ক শেখ ফরহাদ রহমান মুন্না, শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান প্রচার সমন্বয়ক জি এম রাজু, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরিফ জামান, যশোর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাসুম বিল্লাহ, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ শিপু, পেশাজীবি অধিকার পরিষদের নেতা নজরুল ইসলাম, যশোর পরিবেশক শ্রমিক ইউনিয়নের সভাপতি আকরাম বিশ্বাস, সাধারণ সম্পাদক ও শ্রমিক অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমান সানি প্রমুখ।

