দুর্দান্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনা দল। গত বছর কাতারে ৩৬ বছরের অপেক্ষা কাটিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে আলবিসেলেস্তারা। সেরা ফুটবলারের পুরস্কার জেতেন আর্জেন্টাইন ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। ফিফা বেস্ট পুরস্কারে আধিপত্য ছিল আর্জেন্টাইনদের।
বিশ্বকাপের পরও দুর্দান্ত সেই ফর্ম ধরে রেখেছে মেসি-ডি মারিয়ারা। পানামাকে ২-০ গোলে হারানোর পর কুরাসাওকে বিধ্বস্ত করেছে ৭-০ গোলে। পানামার বিপক্ষে ৮০০ গোলের মাইলফলকের দেখা পান মেসি। আর কুরাসাওয়ের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে স্পর্শ করেন ১০০তম গোলের মাইলফলক।
এবার আরো সুখবব পেল আর্জেন্টাইনরা। দেশটির গণমাধ্যম ক্লারিন জানিয়েছে, এপ্রিলের শুরুতে ফিফার পরবর্তী র্যাঙ্কিংয়ে ব্রাজিলকে হটিয়ে শীর্ষ স্থান দখল করবে আর্জেন্টিনা।
যদিও ফিফার র্যাঙ্কিংয়ে স্কোরিং পদ্ধতি বেশ জটিল। অতীত পারফরম্যান্স, র্যাঙ্কিংয়ে অবস্থান, বিশ্বকাপে অংশ নেয়ার পাশাপাশি আরও কিছু বিষয় বিবেচনা করা হয়। ক্লারিন জানিয়েছে, এই হিসাবে মরক্কোর কাছে ২-১ গোলের হারের ফলে র্যাঙ্কিংয়ে ৬.৫ পয়েন্ট হারিয়েছে ব্রাজিল।
বর্তমানে ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। কিন্তু মরক্কোর কাছে হারের ফলে ১৮৩৪.২০ পয়েন্ট নিয়ে ফিফার পরবর্তী র্যাঙ্কিং তালিকায় তিনে নেমে যাবে সেলেসাওরা। আর বর্তমানে ১৮৩৮.৩৮ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে আর্জেন্টিনা।
পানামাকে ২-০ গোলে হারানোয় ১.৫২ পয়েন্ট পেয়েছে মেসিরা। আর কুরাসাওয়ের বিপক্ষে ৭-০ গোলের জয়ে যোগ হয়েছে আরো ১.৪০ পয়েন্ট। সব মিলিয়ে ফিফার পরবর্তী র্যাঙ্কিংয়ে মোট ১৮৪০.৯৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠবে আর্জেন্টিনা।
আর দুইয়ে উঠে আসবে কাতার বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স। ইউরো বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-০ গোলে জয়ের পর আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। এখন ১৮২৩.৩৯ পয়েন্ট নিয়ে বর্তমানে তৃতীয়তে আছে ফ্রান্স।
কিন্তু পরবর্তী হালনাগাদ র্যাঙ্কিংয়ে মোট ১৮৩৮.৪৫ পয়েন্ট দ্বিতীয় স্থানে উঠে আসবে ফরাসিরা। ছেলেদের ফুটবলে ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা সর্বশেষ শীর্ষস্থানে ছিল ২০১৬ সালে। ফলে বলা যায় প্রায় সাত বছর পর আবারও ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার স্বাদ পাবে আর্জেন্টিনা।
মেসিফিফাআর্জেন্টিনা ফুটবল দল

