বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান আর নেই

আরো পড়ুন

বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান আর নেই। মঙ্গলবার (২১ মার্চ) সকালে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার মৃত্যর খবর নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান।

রওনক হাসান সংবাদমাধ্যমকে বলেন, হঠাৎ করেই তার শরীর খারাপ হয়। তারপর তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই আনুমানিক সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। নিকেতন মসজিদে তার প্রথম জানাজা হবে। এরপর এয়ারপোর্টে দ্বিতীয় জানাজা শেষে তার গ্রামের বাড়ি নরসিংদী নিয়ে যাওয়া হবে। সেখানেই অভিনেতা শায়িত হবেন। সবাই তার জন্য দোয়া করবেন।

অভিনেতা খালেকুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭১ সালে দেশমাতৃকাকে রক্ষার জন্য অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন রণাঙ্গনে।

‘সর্পভ্রমে রজ্জু’ নাটকে অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে পথচলা শুরু হয় খালেকুজ্জামানের। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হন ১৯৭৫ সালে। তার অভিনীত নাটকগুলোর মধ্যে ‘তমা’, ‘বড় বাড়ি’, ‘সময় অসময়’, ‘সুবর্ণ সময়’ উল্লেখযোগ্য। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এ অভিনেতা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ