মেসি কি বার্সায় ফিরছেন?

আরো পড়ুন

প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ আর মাত্র তিন মাস বাকি। তারপরই মুক্ত ফুটবলার হয়ে যাবেন তিনি। চুক্তি নবায়নের সম্ভাবনা থাকলেও এখন সেটা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। দিন যত গড়াচ্ছে, ততো বাড়ছে গুঞ্জন। কখনো সৌদি আরবে, ইন্টার মিয়ামি কিংবা ইংলিশ ক্লাবগুলোতে তিনি যাচ্ছেন বলে খবর উঠেছে। যে কারণে বিরক্ত মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি।

ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে মেসিকে জড়িয়ে অন্তত তিনটা খবরকে মিথ্যা বলে মন্তব্য করেছেন হোর্হে মেসি। তবে মেসির বার্সেলোনা ফেরা নিয়ে যে গুঞ্জন, সেই প্রসঙ্গে নিজের পোস্টে কিছুই বলেননি তার বাবা। তবে কি ক্যাম্প ন্যুতে ফিরছেন আর্জেন্টাইন জাদুকর?

ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতর খবর তেমন কিছুই বলছে। তারা জানিয়েছে, মেসি এখন বার্সেলোনায় ফেরার বিষয়টিকে গুরুত্ব দিয়েই ভাবছেন। ২০২১ সালে বেশ নাটকীয় এক দলবদলে বার্সা ছেড়ে পিএসজিতে নাম লেখান মেসি। চোখের জলে বিদায় নেয়ার সময় মেসি বলেছিলেন, আমি আবার ফিরে আসব।

প্রশ্ন হচ্ছে, মেসির ফিরে আসার সময়টা কি তবে হয়ে এল? সাম্প্রতিক নানা হিসাব-নিকাশ বিবেচনায় নিলে ফুট মারকাতর খবরটাকে উড়িয়ে দেয়ার সুযোগ নেই। পিএসজিতে ভুলে যাওয়ার মতো প্রথম মৌসুমের পর দ্বিতীয় মৌসুমে দারুণভাবে ফিরে আসেন মেসি।

মেসির ছন্দে ফেরা পিএসজির চ্যাম্পিয়নস লিগ সাফল্যের জন্য যথেষ্ট হয়নি। বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগে হেরে বিদায় নিয়েছে পিএসজি। ক্লাবটির সাবেকদের কেউ কেউ মেসিকে সমালোচনার তিরে বিদ্ধও করেছেন। অনেক ফুটবল বিশ্লেষক পিএসজিতে মেসির শেষও দেখে ফেলেছেন। পাশাপাশি গালতিয়েরের সঙ্গে তার বিরোধও নতুন করে সামনে এসেছে।

আর এসব আলোচনার মাঝেই এখন নতুন করে সামনে এসেছে মেসির বার্সাতে ফেরার প্রসঙ্গ। এর আগে মেসির বাবা ও ভাই অবশ্য তার বার্সায় ফেরার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। তবে ইউরোপিয়ান ফুটবলের দলবদলে শেষ কথা বলে কিছু নেই।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ