দুর্ধর্ষ মাদক কারবারি একরাম পুলিশের হাতে ধরা

আরো পড়ুন

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ার অস্ত্র মামলায় ১০ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামি একরাম হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

শনিবার (১৮ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটিয়া উপজেলার হাইদগাঁও কলঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসাইন।

একরাম হোসেন হাইদগাঁও ইউনিয়নের মুনাফ তালুকদারের পুরান বাড়ির আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি স্থানীয়ভাবে মাদক সম্রাট নামে পরিচিত। হাইদগাঁও মাহদাবাদ এলাকার একরামের নেতৃত্বে উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌর এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে ওঠে। যার ফলে এলাকার উঠতি বয়সের ছাত্র ও তরুণ যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এসব মাদক ও ইয়াবা সিন্ডিকেটের প্রধান হোতা একরাম একজন চিহ্নিত মাদক কারবারি। কেলিশহর ও হাইদগাঁও ইউনিয়নে রয়েছে তার ৫০ সদস্যের একটি মাদক সিন্ডিকেট। দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পটিয়ার কেলিশহর পূর্ব অঞ্চল পাহাড়ে সিন্ডিকেট গড়ে তুলে মাদকের রমরমা বাণিজ্য চালাচ্ছেন তিনি। এমনকি এ কাজে ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারীদের ব্যবহার করা হচ্ছে। তাদের সঙ্গে যুক্ত রয়েছেন রোহিঙ্গারাও।

মাদক কারবারিদের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছেন পূর্ব অঞ্চল পাহাড় এলাকায় সাতগাছিয়া দরবারের সম্মুখ সড়ক, মাহতাবাদ গ্রামীণ সড়ক। একরাম জনসম্মুখে কোমরে অস্ত্র নিয়ে মহড়া দেন বলে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে মানুষের বাড়িঘর দখল ও আগুন দিয়ে নিরীহ মানুষের বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে।

সূত্রে আরো জানা যায়, প্রায় এক যুগ ধরে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে পটিয়ার প্রত্যন্ত অঞ্চলে ইয়াবা ও ফেনসিডিল, চোলাই মদের পাইকারি ডিলার হিসেবে মাদক সাম্রাজ্য গড়ে তোলেন একরাম। তার বিরুদ্ধে আরো বেশ কয়েকবার অভিযান হলেও গ্রেফতার হননি।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, দুর্ধর্ষ মাদক কারবারি একরামকে ধরতে গিয়ে বিভিন্ন সময় তার সহযোগীরা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। এবার তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজা পরোয়ানা থাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদকের মামলা রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ