হবিগঞ্জে হোটেলে নারীর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আরো পড়ুন

হবিগঞ্জ শহরের সিনেমা হল রোড এলাকায় একটি হোটেল থেকে ফরিদা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) দিবাগত রাতে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

মৃত ফরিদা বেগম জেলার বাহুবল উপজেলার আলাপুর গ্রামের বাসিন্দা ও ওই হোটেলের ম্যানেজার আব্দাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দাল মিয়াকে আটক করে থানায় গিয়ে গেছে পুলিশ।

জানা যায়, শুক্রবার রাতে আব্দাল মিয়া ফরিদা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। কেউ বলছেন, ফরিদাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আবার কেউ বলছে স্ট্রোক করে মৃত্যু হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সদর থানা পুলিশকে অবগত করলে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, ওই নারীর কিভাবে মৃত্যু হয়েছে এখন তা বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ