বাগেরহাটে গাঁজা তল্লাশি করতে গিয়ে মিললো হরিণের মাংস, আটক ২

আরো পড়ুন

বাগেরহাটের মোংলা উপজেলার নারিকেলতলা এলাকা থেকে ১৯ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছেন স্থানীয়রা।

উপজেলার চাঁদপাই ইউনিয়নের নারিকেলতলা এলাকা থেকে সোমবার (১৩ মার্চ) সকালে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চাঁদপাই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের নারিকেলতলা আবাসনের ভ্যানচালক ৩২ বছর বয়সী বেল্লাল শরীফ ও একই এলাকার রাজমিস্ত্রি ৩২ বছর বয়সী সাদ্দাম হোসেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য হারুন মল্লিক বলেন, গাঁজা নিয়ে কেউ একজন পালাচ্ছে এমন খবর পেয়ে আমি দ্রুত নারিকেলতলার ছোট ব্রীজ এলাকায় এসে ওই দুইজনকে তল্লাশি করি। এ সময় তাদের কাছ থেকে হরিণের মাংস দেখতে পাই। পরে মোংলা থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মাংস জব্দসহ ওই দুইজনকে আটক করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, আটক ওই দুইজনের নামে বন আইনে মামলা করে আদালতে পাঠানো হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ