যশোরের মণিরামপুরে আশ্রায়ণ প্রকল্পের ১০টি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে খানপুর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের গোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি ঘর আগুনে পুড়ে গেছে।
পুলিশ জানায়, গোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পের দুই নাম্বার ব্যারাকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে তা চুলার পাশে থাকা খড়িতে ধরে যায়। এরপর ওই আগুন দ্রুত পাশের বসতঘর গুলোতে ছড়িয়ে পড়ে। এতে পাশাপাশি ১০টি ঘর আগুনে পুড়ে যায়। সংবাদ পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তরিকুল (৪০), মাসুদ (৩০), মুসলিম (৫৫), ফিরোজা (৬০), সোহেল (৩০), কাশেম (৫৫), রফিক (৫৫), রনি (২৫), আলমগীর (৫৫) ও সখিনা (৪০) এর বসতঘর পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে বসতবাড়িতে বসবাসরত কেউ এ ঘটনায় হতাহত হয়নি।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খড়িতে আগুন লেগে তা আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে ১০টি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

