ইনুর স্ত্রীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য ঘোষণা

আরো পড়ুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত আসনের উপনির্বাচনে জয় পেয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহসভাপতি আফরোজা হক রীনা। বিএনপির রুমিন ফারহানার ছেড়ে দেয়া এই আসনে তিনি জয় পেলেন।

সোমবার (৬ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত এই উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে না নেয়ায় এবং আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আফরোজা হক রীনাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিটির (ইসি) যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা হক রীনা বর্তমানে দলের স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় নারী জোটের কেন্দ্রীয় আহ্বায়কও।

একাদশ সংসদে জাসদের তিনজন সদস্য রয়েছেন। সংরক্ষিত একটি আসনও দলটির হাত চলে গেল।

এর আগে ২৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের প্যাডে ১৪ দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আফরোজা হক রীনা। ২ মার্চ বাছাইয়ে মনোনয়নপত্রটি বৈধ হওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে সোমবার তাকে বিজয়ী ঘোষণা করেন আবদুল বাতেন। ২০ মার্চ এ আসনের উপনির্বাচনে ভোট হওয়ার কথা ছিল।

গত ১ ফেব্রুয়ারি বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের পর শূন্য আসনের মধ্যে ছয়টির উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে আওয়ামী লীগ তিনটি, ক্ষমতাসীন জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একটি, জাতীয় পার্টি একটি এবং স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয় পেয়েছে। সেখানে বিজয়ী প্রার্থীর আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আসনটি আওয়ামী লীগ পেলেও ক্ষমতাসীন দলের জোটের শরিককে দেওয়া হলো।

১৯৫১ সালের ৫ অক্টোবর ঢাকার নবাবগঞ্জে জন্ম রীনা পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন ইডেন কলেজে পড়ার সময়ই। ১৯৬৯ সালে ছাত্রী সংসদ নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন। ১৯৭৫ সালে সহযোদ্ধা হাসানুল হক ইনুকে বিয়ে করেন।

১৯৯৮ সালে জাসদের কাউন্সিলে প্রথমবারের মতো সদস্য হন আফরোজা হক।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ