জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে মালি গেলেন ১৪০ পুলিশ

আরো পড়ুন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে মালিতে গেলেন বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য।

শুক্রবার (৩ মার্চ) রাতে মালির রাজধানী বামাকো এবং তিম্বুক্ত রিজিওনের গুন্দামের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা।

শনিবার (৪ মার্চ) পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এআইজি মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মনজুর রহমান বলেন, মিশনগামী সদস্যদের মধ্যে ডেপুটি কমান্ডার মু. জালাল উদ্দিন ফাহিমের নেতৃত্বে বিএএনএফপিইউ-১ এর নবম রোটেশনের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএএনএফপিইউ-২ এর পঞ্চম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি কন্টিনজেন্ট দুটির অগ্রগামী দলের ১৪০ সদস্য মিশন এলাকায় গমন করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ