ইয়াবাসহ ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজী আটক

আরো পড়ুন

বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজী (৩৩) ও তার সহযোগী শাওন চাপরাশিকে (২৬) আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত গভীর রাতে মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় ইব্রাহিম ফরাজিকে তার বাড়ি থেকে সহযোগীসহ আটক করা হয়। রবিবার দুপুরে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আটক ইব্রাহিম মোরেলগঞ্জ পৌরসভার আদর্শপাড়া এলাকার আব্দুল কাদের ফরাজির ছেলে এবং পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আর সহযোগী শাওন চাপরাশি ভাইজোড়া এলাকার আবু চাপরাশির ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, গোপন তথ্যেরে ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ১৪০টি ইয়াবা ও তিনটি মোবাইলফোন জব্দ করা হয়। এরআগে ২০১৮ সালে ২৪০টি ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হয়েছিল ইব্রাহিম। তখন তাকে মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে ২০২২ সালের ১৮ মে ইব্রাহিমের বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ২০০টি ইয়াবাসহ মহিমা আক্তার মৌ নামে এক নারীকে আটক করেছিল পুলিশ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ