তালা ভেঙে পৌরসভার মেয়রের অফিসে চুরি

আরো পড়ুন

কুষ্টিয়ার পৌরসভার মেয়রের অফিসে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ক্যামেরা, টাকা, ইলেকট্রনিক ডিভাইসসহ কাগজপত্র চুরি করা হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) মেয়র আনোয়ার আলীর অফিসে এ চুরির ঘটনাটি জানাজানি হয়।

জানা গেছে, রবিবার সকালে অফিসের কর্মচারীরা মেয়রের অফিস রুমের তালা ভাঙা দেখতে পান। তারা ভেতরে ঢুকে কিছু কাগজপত্র এলোমেলো দেখতে পান। পরে শিক্ষাবৃত্তির টাকা, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও কাগজপত্র চুরির বিষয়টি জানতে পারে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছেন।

কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, সকালে শুনতে পেলাম আমার অফিস রুমের তালা ভেঙে চুরি করা হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। কারা এ ঘটনা ঘটিয়েছেন তা জানি না। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বিষয়টি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে সব ধরনের চেষ্টা চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ