নড়াইলে সড়কে ঝরলো দুই বন্ধুর প্রাণ

আরো পড়ুন

নড়াইলের মাইজপাড়া-বুনাগাতি সড়কের গড়েরহাট মাদরাসা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, মোটরসাইকেল চালক নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের কল্যাণখালী গ্রামের মহব্বত মোল্যার ছেলে বাঁধন (২০) এবং হবখালী ইউনিয়নের কমখালী গ্রামের পলাশ মোল্যার ছেলে মেহেদী হাসান (২০)।

এর মধ্যে বাঁধন যশোর বিসিএমসি কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষ এবং মেহেদী মাইজপাড়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

তারা মোটরসাইকেলযোগে মাইজপাড়া থেকে বুনাগাতির দিকে যাওয়ার পথে ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে বাঁধন মোল্যা যশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মেহেদী দুর্ঘটনার কিছুক্ষণ পর মারা যান। এ দুর্ঘটনায় দুই পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের মাতম চলছে।

মাইজপাড়া ইউনিয়নে দায়িত্বরত পুলিশের বিট অফিসার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর মোর্শেদ দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ