বিজ্ঞপ্তি দিয়ে ফল প্রকাশ করেনি জাতীয় বিশ্ববিদ্যালয়

আরো পড়ুন

গত সোমবার প্রফেশনাল অনার্স কোর্সের ২০২০-২১ সেশনের ১ম বর্ষের ১ম সেমিস্টারের ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তবে ফলাফল প্রকাশের ঘোষণা দেয়ার দুইদিন অতিবাহিত হলেও বুধবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত ওয়েব সাইটে সঠিক রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও রেজাল্ট দেখা যাচ্ছে না।

ফলাফল ঘোষণা করে গত সোমবার (২০ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,

জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ২০২০ সালের বিএড (অনার্স) ১ম বর্ষের ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল এতদ্বারা প্রকাশ করা হল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী রাউল জানান, রেজাল্ট ঘোষণা করার দুইদিন হলেও ওয়েবসাইটে আমি আমার রেজাল্ট দেখতে পারছি না। আমাদের ব্যাচের কোনো শিক্ষার্থী এখনো রেজাল্ট দেখতে পারে নি। রেজাল্ট আসলেই কবে দিবে, কোন সময়ে পাব- এ বিষয়ে এখন পর্যন্ত কোনোআপডেট দেয়নি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরেক শিক্ষার্থী স্নেহা বলেন, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের ওয়েবসাইট (https://www.nu.ac.bd) গিয়ে প্রতিটি তথ্য সঠিকভাবে প্রদান করার পরও Error! Wrong Registration Number নির্দেশনা দেখাচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার জসিম মাহমুদ জানান, ‘কারিগরি ত্রুটির কারণে ফলাফল প্রকাশ সম্ভব হয়নি ২০ ফেব্রুয়ারি। আজকের মধ্যে ফলাফল প্রকাশ হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ