হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে মারধরের শিকার হয়েছেন চারজন। এসময় তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বিমানবন্দরের কার্গো ভিলেজের (আমদানি কমপ্লেক্স) এক নম্বর গেটে এই ঘটনা ঘটে।
আটকরা হলেন, মিজানুর রহমান (২৯), সুমন সেন (৩৮), আবু বক্কর সিদ্দিক (২৯) ও মেসবাউল আলম (৩৪)। তারা নিজেদের জাতীয় পত্রিকার প্রতিনিধি বলে পরিচয় দিলেও পরিচয়পত্র দেখাতে পারেননি।
ঢাকা কাস্টমস হাউজের সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং) কর্মচারী সোহেল রানা জানান, তারা পরিচয় দিয়ে গত ১০ দিন ধরে ঘুরছিল। কয়েকজন বিভিন্ন সময়ে ৫ থেকে ১০ লাখ টাকা চাঁদাও দাবি করেছে। কিন্তু মঙ্গলবার বিকেলে দুই লাখ টাকা চাঁদার জন্য হুমকি দিতে থাকে। পরে সিঅ্যান্ডএফ কর্মীরা তাদের পরিচয় জানতে চাইলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাদের আটকে রেখে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ জিয়াউল হক জানান, চাঁদা দাবির অভিযোগে চারজনকে আটক করেছিল সিঅ্যান্ডএফ কর্মীরা। পরে তারা তাদের গণধোলাই দেন। এরপর বিমানবন্দর থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

