ভারত থেকে বাংলাদেশে ৬৪টি মহিষ আমদানি করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় ৫টি ট্রাকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে আনা হয় মহিষগুলোকে।
কাস্টমস ও বন্দর সূত্র জানায়, বাগেরহাট জেলার ফকিরহাটে মহিষ উন্নয়ন প্রকল্প খামারে দুধ উৎপাদনের জন্য এই মহিষগুলো (৩২টি গাভি মহিষ ও ৩২টি বাছুর মহিষ) আমদানি করা হয়েছে।
শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল জানান, মহিষগুলো ফকিরহাটের মহিষ উন্নয়ন প্রকল্প খামারে নিয়ে যাওয়া হবে। প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে মহিষগুলো ভালো পাওয়া গেছে। প্রাণিসম্পদ বিভাগের সরকারি শুল্ক আদায় করে যথাযথভাবে ছাড়পত্র দেয়া হয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন জানান, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে খালাস নিতে মুক্তি এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে। মহিষের আমদানি মূল্য ঘোষণা দেয়া হয়েছে ৬১ হাজার ৮শ ৪৪ মার্কিন ডলার।

