যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে উদ্বোধন করা হয়েছে। সোয়া তিন লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সোমবার সকালে যশোর শিশু হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) তমিজুল ইসলাম খান।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস। উপস্থিত ছিলেন, যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ।
ক্যাম্পেইনে এই জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩৯ হাজার ৩০০ শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একইসাথে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৯২ হাজার শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সবমিলিয়ে এই জেলায় ৩ লাখ ৩১ হাজার ৩০০ শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

