যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি, নিহত ৩

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিতে কমপক্ষে তিনজন মারা গেছেন এবং পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে ইস্ট ল্যান্সিং ক্যাম্পাসের বার্কি হলের কাছে গুলি চালানো হয়। এই ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে সন্দেহ করছে। কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে।

গুলিবিদ্ধ পাঁচজনকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম ডেট্রয়েট ফ্রি প্রেস জানিয়েছে, গুলির ঘটনার সময় মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা কেন্দ্র ইস্ট ল্যানসিং হাই স্কুলের অডিটরিয়ামে একটি বোর্ড মিটিং চলছিল। গোলাগুলি শুরু হলে সবাই ওই রুমের ভেতরই আশ্রয় নেন। পরে তাদের আর বের হতে দেয়নি পুলিশ।

ক্যাম্পাস পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করছে তারা। যে মুখে একটি মুখোশ পরে ছিল এবং দেখতে বেশ খাটো। ওই ব্যক্তিটি পুরুষ বলে জানা গেছে।ইউনিভার্সিটির সব ক্লাস, অ্যাথলেটিকস এবং ক্যাম্পাসসংক্রান্ত সব কাজ ৪৮ ঘণ্টার জন্য বাতিল করা হয়েছে। এই সময়ের ভেতর কাউকে ক্যাম্পাসে আসতে নিষেধ করেছে ক্যাম্পাস পুলিশ।

মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বলেছেন, তাকে বিশ্ববিদ্যালয়ে শ্যুটিং সম্পর্কে ব্রিফ করা হচ্ছে। তিনি আরো বলেন, আমাকে মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে শ্যুটিং সম্পর্কে জানানো হয়েছে। পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সবাই মাঠে রয়েছে।

ক্যাম্পাসের ভেতর অবস্থানরত ছাত্র-ছাত্রী এবং অন্যদের নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ করে পুলিশ জানায়, হামলাকারী এখন পায়ে হেঁটে বেড়াচ্ছে।

সূত্র: সিএনএন

আরো পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ