তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছেই।
সবশেষ খবর অনুযায়ী, এরই মধ্যে প্রায় ৩৫ হাজার মরদেহ উদ্ধার করা হয়েছে। যদিও জাতিসংঘের ধারণা অনুযায়ী নিহতের সংখ্যা দ্বিগুণ হতে পারে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য হিল।
সরকারি কর্মকর্তা ও উদ্ধারকারীরা জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। প্রাপ্ত তথ্যমতে, সিরিয়াতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা প্রায় চার হাজার।
তুরস্কে এখনো পুরোদমে উদ্ধারকাজ চললেও আধুনিক ও ভারী যন্ত্রপাতির অভাবে সিরিয়ার অনেক এলাকায় উদ্ধারকাজ বন্ধ হয়ে আছে। ধারণা করা হচ্ছে, সেসব এলাকায় আরো অনেক মরদেহ রয়েছে। গৃহযুদ্ধকবলিত দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা থাকায় বাইরের কোনো দেশ থেকেও সেখানে যেতে পারেনি কোনো উদ্ধারকারী দল।
এমন পরিস্থিতিতে অনেকটা অসহায় হয়ে দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় জীবিতদের অনুসন্ধান তৎপরতার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। সিরিয়ার স্বেচ্ছাসেবী বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও দেশটির বৃহত্তম দুর্যোগ ব্যবস্থাপনা দল হোয়াইট হেলমেট এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।
শক্তিশালী ভূমিকম্পে মাটির সঙ্গে মিশে গেছে বড় বড় ভবন।
তুরস্কে এখনো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন কয়েক হাজার উদ্ধারকর্মী। তবে তারা বলেছেন, উদ্ধারকাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। ভয়াবহ এ ভূমিকম্পের এক সপ্তাহ পরও যদি কোনো জীবিত মানুষকে ধ্বংসস্তূপে পাওয়া যায়, তবে সেটা খুবই অলৌকিক ঘটনা হবে বলে তারা মনে করছেন।


Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://accounts.binance.com/en/register-person?ref=JHQQKNKN