দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার ছাপাতে কর্ণফুলী পেপার মিল (কেপিএম) থেকে কাগজ কিনছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে কেপিএম এর কাছে প্রায় ৭০০ টন কাগজ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন মিলের মহাব্যবস্থাপক (জিএম) মহিদুল ইসলাম।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার হিসেবে ব্যবহারের জন্য চাহিদা অনুযায়ী সময়মতো ইসিকে কাগজ দেয়া হবে।
সাধারণত ব্যালট পেপার ছাপানোর জন্য তিন রঙের কাগজের প্রয়োজন হয়। জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে হলুদ, নীল ও গোলাপি রঙের কাগজ দিয়ে ব্যালট পেপার ছাপানো হয়ে থাকে। ইসির চাহিদা অনুযায়ী চলতি বছর রঙিন কাগজ সরবরাহ করবে কর্ণফুলী পেপার মিল।
এদিকে, দীর্ঘদিন ধরে কাঁচামাল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কর্ণফুলী পেপার মিল। প্রতিষ্ঠানটির ১০০ টন কাগজ উৎপাদনের সক্ষমতা রয়েছে। ১৯৫৩ সালে মিলটি ৪০০ একর জমির উপর গড়ে তোলা হয়।
কাঁচামাল সংকট নিয়ে জানতে চাইলে মহিদুল ইসলাম বলেন, এখনো নির্বাচনের অনেক সময় বাকি রয়েছে। নির্ধারিত সময়ের আগেই চাহিদা অনুযায়ী ইসিকে কাগজ দিতে পারব।
জানা গেছে, শুধু নির্বাচন কমিশনই নয়, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানও কেপিএম থেকে কাগজ সংগ্রহ করে থাকে। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিকে বিনামূল্যে সরবরাহ করা পাঠ্যবইয়েও কেপিএমের কাগজ ব্যবহার করা হয়ে থাকে।

