গোপালগঞ্জে ঘুমন্ত অবস্থায় বসতঘরে লাগা আগুনে পুড়ে যুবকের মৃত্যু হয়েছে।
তার একটি গরুও অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।
সদর উপজেলার কেকানিয়া গ্রামে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম জানান।
নিহত ৩৫ বছর বয়সী মুকুল শেখ ওই গ্রামের আক্তার আলী শেখের ছেলে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা নাজমুল বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা বাড়ির মালিক মুকুল শেখ আগুনে পুড়ে মারা যান।
ঘরের একপাশে থাকা তার একটি গরুও এতে পুড়ে মারা গেছে বলে জানান নাজমুল।
এলাকাবাসীর বরাতে তিনি বলেন, নিহত মুকুল ঘরে একাই থাকতেন এবং প্রচুর ধূমপান করতেন।
তার ফেলে দেয়া সিগারেটের অবশিষ্ট অংশ থেকে অগ্নিকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

