তৃণমূল বিএনপি নিবন্ধন পাচ্ছে, প্রতীক ‘সোনালী আঁশ’

আরো পড়ুন

সর্বোচ্চ আদালতের রায়ের প্রেক্ষাপটে যত দ্রুত সম্ভব তৃণমূল বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আলমগীর।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আলমগীর বলেন, অ্যাপিলেট ডিভিশন থেকে তাদের (তৃণমূল বিএনপি) বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমাদের নির্দেশ দেয়া হয়েছে রেজিস্ট্রেশন দেয়ার জন্য। যেহেতু সর্বোচ্চ আদালত থেকে রেজিস্ট্রেশন দেয়ার জন্য আমাদের নির্দেশ দেয়া হয়েছে, সেহেতু আমরা দিতে বাধ্য। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাদের প্রতীক হবে সোনালী আঁশ।

একই ধরনের নামে একাধিক দলকে নিবন্ধন দিলে কোনো সমস্যা হবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সমস্যা হবে না, কারণ দল তো দুইটা। তাছাড়া এ রকম আরো অনেক দল আছে। যেমন-জাসদ।

তিনি বলেন, এখানে আমাদের কিছু বলার কিংবা করার নেই। সর্বোচ্চ আদালত থেকে সিদ্ধান্ত এসেছে। আদালতের নির্দেশ আমরা মানতে বাধ্য। সর্বোচ্চ আদালতের নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই। আদালত তাদের প্রতীকও নির্ধারণ করে দিয়েছেন। তাদের প্রতীক হবে সোনালী আঁশ। আদালতের নির্দেশের পর মাঠের হিসাব দেখার সুযোগ আমাদের নেই বলেও জানান তিনি।

আরো পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ