রাষ্ট্রপতি নির্বাচন: আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হতে পারে ৭ ফেব্রুয়ারি

আরো পড়ুন

একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের সপ্তম সভায় রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হতে পারে। আগামীকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সংসদ ভবনে ক্ষমতাসীন দলের সভাকক্ষে এই সভা হওয়ার কথা রয়েছে।

সূত্র বলছে, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা হবে।

রেওয়াজ অনুযায়ী, দলীয় একজন সংসদ সদস্য পরবর্তী রাষ্ট্রপতি পদের জন্য একজনের নাম প্রস্তাব করবেন। তাকে সমর্থন জানাবেন অপর একজন সংসদ সদস্য। সংসদীয় দলের সদস্যদের সমর্থনের পর দলের সভাপতি শেখ হাসিনা নাম চূড়ান্ত করে ঘোষণা দেবেন। সংসদে আওয়ামী লীগের ভোট বেশি থাকায় দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তিনিই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হবেন।

অপর একটি সূত্র বলছে, এখন পর্যন্ত তিনটি নাম সবচেয়ে বেশি আলোচনায় আছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ১ নম্বর সদস্য চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন। তিন প্রার্থীর মধ্যে মসিউর রহমান সাবেক আমলা। যেহেতু আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে এখন পর্যন্ত কারও সঙ্গে আলোচনা করেননি, তাই এই পদে কে আসতে যাচ্ছেন তা জানতে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ