দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে আ.লীগের শান্তি সমাবেশ শনিবার

আরো পড়ুন

আগামী ১১ ফেব্রুয়ারি (শনিবার) দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হবে। এ সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে। এরই মধ্যে ৪০টি জেলার কেন্দ্রীয় নেতাদের বিষয়টি অবহিত করা হয়েছে।

খুলনা বিভাগের যশোর জেলার দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খুলনা জেলায় দায়িত্ব পেয়েছেন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাগেরহাটে আমিরুল ইসলাম মিলন এমপি, মাগুরায় নির্মল কুমার চ্যাটার্জি, ঝিনাইদহে পারভীন জামান কল্পনা।

অপরদিকে লালমনিরহাট, রংপুর, রাজশাহী, জয়পুর হাট, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, বগুড়াসহ প্রতিটি জেলায় কেন্দ্রীয় নেতারা কাজ করবেন বলে দলের এক চিঠিতে জানানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ