যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকালে যশোর সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
যশোর কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) তুহিন বাওয়ালী জানান, গ্রেফতারকৃত আসামির ছেলে বিদেশ থাকেন। গত ৪ ডিসেম্বর পুত্রবধূকে (১৯) ধর্ষণ করেন তিনি। ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় কোতোয়ালী থানায় ধর্ষণ মামলা হয়েছে। রবিবার বিকেলে আসামিকে আদালতে পাঠানো হবে।

